রূপসা প্রতিনিধি : তীব্র গরমে খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের ছাতা পেয়ে খুশি রূপসা নদী ও ভৈরব নদের বিভিন্ন ঘাটের নৌকার মাঝিরা।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রূপসা, জেলখানা ও কালিবাড়ি ঘাটে প্রায় ২০০ মাঝিদের ছাতা দেন সফিকুর রহমান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আইয়ুর মল্লিক বাবুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
রূপসা ঘাট মাঝি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মহানগর যুবলীগের সভাপতির ছাতা পেয়ে আমরা মাঝিরা অনেক খুশি হয়েছি। আমাদের এখন আর রোদ বৃষ্টিতে কষ্ট করতে হবে না।
সফিকুর রহমান পলাশ বলেন,অতিরিক্ত গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষজন। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মাঝিরা সকাল থেকে রাত অবদি মানুষ পারাপার করেন।
নিজ দায়িত্ব থেকেই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খেয়া পারাপার করেন। তাদের কষ্টের কথা উপলব্ধি করে ব্যক্তিগত উদ্যোগে ২ শত মাঝিকে ছাতা উপহার দেওয়া হয়েছে। বিভিন্ন খেয়া ঘাটে ছাতা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply