নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৪ (তেরখাদা, রুপসা ও দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্র জমা দিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
সোমবার বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম পূরণ করে জমা দেন তিনি। এর আগে গত রবিবার তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, ঢাকাস্থ তেরখাদা থানা এসোসিয়শেন সভাপতি শওকত আলী, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মো: বুলবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, আওয়ামীলীগ নেতা খান সেলিম আহমেদ, আক্তার শিকদার, উজ্জল শেখ, জুবায়ের হোসেন, মনজুরুল আলম, সোহাগ কাজী, যুবলীগ নেতা মোল্লা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভীর, আবির হোসেন হৃদয়, মোঃ আসলাম শেখ, শামীম, মিঠুন, জাফর, সৌরভ, নয়ন লস্কর, মনির শেখ সহ তেরখাদা, রুপসা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আরো পড়ুন-দেবহাটায় উপজেলা যুব ফোরাম গঠনে রূপান্তরের সভা অনুষ্ঠিত
Leave a Reply