নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে একজোট হয়ে কার্যক্রম শুরু করেছেন সবাই। গত কয়েকদিনে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ দলীয় কার্যক্রম করে যাচ্ছেন নেতাকর্মীরা।
নৌকা প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতিও শুরু হয়েছে জোরেশোরেই।
জানা গেছে, ২০১৮ সালে প্রয়াত সংসদ সদস্য এস এম মোস্তফা রশীদি সুজার মৃত্যুর পর আব্দুস সালাম মূর্শেদী প্রথমে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনিই নৌকার প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
গত ৫ বছরে তিন উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট থেকে শুরু বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে তেরখাদা, রুপসা ও দিঘলিয়া উপজেলার মানুষ। নৌকা প্রতীককে বিজয়ী করতে একাট্টা হয়ে কাজ করছে দলীয় নেতাকর্মীরা। এছাড়া পরিচ্ছন্ন ইমেজের কারণে এমপি সালাম মূর্শেদী এলাকায় বেশ জনপ্রিয়।
জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোতালেব হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তেরখাদা উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক যুবলীগের সভাপতি এমডি মফিজ উদ্দিন, তেরখাদার ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: জনাব আলী শেখ, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দিঘলিয়া যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, আ”লীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, বাছিতুল হাবিব প্রিন্স, শেখ শারাফত হোসেন, শেখ তোফায়েল আহমেদ, গোলাম মোস্তফা মোল্লা, তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিসুল হক, যুগ্ন আহবায়ক খান ফরাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম সহ একাধিক নেতা বলেন, একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে আব্দুস সালাম মূর্শেদীর সুনাম দীর্ঘদিনের।
নৌকার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোন কোন্দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনা-৪ আসন উপহার দিতে আমরা সবাই একযোগে কাজ করছি। নির্বাচন সংক্রান্ত এক আলাপচারিতায় সালাম মূর্শেদী বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে। কিন্তু কোন্দল নেই।
আমরা আগের চেয়ে এখন অনেক ঐক্যবদ্ধ। আমার এলাকায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত ৫ বছরে কি উন্নয়ন হয়েছে সেগুলো মানুষ দেখেছে। ভোটাররা মানুষ চিনতে ভুল করবে না। এবারও তারা নৌকা মার্কায় ভোট দেবে। ইনশাল্লাহ্ নৌকা আবারও জিতবে।
[…] ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনা-৪ আসনে নৌকা বিজয়ী করতে উজ্জীবিত … তেরখাদায় যুবলীগ নেতাসহ দুই জনকে […]