বটিয়াঘাটা প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উপলক্ষে গীতা ফাউন্ডেশন গতকাল রোববার এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
এড প্রসেনজিত দত্তের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। প্রধান বক্তা ছিলেন মহিলা বিষয়ক অফিসার নবনীতা দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা,গীতা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,আর্য সভার সভাপতি পুলিন বিহারী, অমর মন্ডল,জয়দেব দাস, গীতা ফাউন্ডেশনের সম্পাদক সুব্রত মিস্ত্রীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রতিমা রায়,স্মৃতি রায় সুশীলা টিকাদার,সনজিতা মন্ডল, রীনা জোদ্দার প্রমুখ। সভার পূর্বে এক র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
[…] […]