সেকেন্দার মোড়ল বাগেরহাট থেকে : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অত্র শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার সময় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় এর হলরুমে সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট বিদ্যাৎসাহী, শিক্ষানুরাগী (অবসরপ্রাপ্ত) জেলা ও দায়রা জজ মো: নুর মোহাম্মদ মোড়ল, প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই সকল শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।
তিনি এক পর্যায়ে অতি দুঃখের সাথে বলেন স্কুলে প্রবেশের রাস্তা গুলো বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের চলাচলে অনুপযোগী হয়ে যায়। এব্যাপারে তিনি স্থানীয় সরকার প্রশাসন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন যাতে অতিদ্রুত রাস্তার কাজ করা যায় বলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরর আশ্বাস দেন। অত্র বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো: রুহুল আমিন ফকির বলেন স্কুলে পাঞ্জেখানা মসজিদ সংস্কার করার প্রতিশ্রুতি দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ও সমাজসেবক আবদুর গফুর, কালাম ফকির, মোজাফফর ফকির, হুমায়ুন ফকির, ওলিয়ার ফকির, ফকির আল মামুন টিপু, প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শুভেচ্ছান্তে ছিলেন শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply