ডুমুরিয়ায় ছুরিকাঘাতে যুবক’র মৃত্যু
- আপডেট :
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
আশরাফুল আলম : ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল গাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে টিপনা গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান রাসেল শেখ কোম্পানীর কাজ শেষ করে বাড়ীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়। সে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করলে পিচের উপর লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, ঘটনাটি সত্য। সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply