বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিআরডিবির সার্বিক মূল্যায়নে রূপসা উপজেলা প্রথম খুলনা সিভিল সার্জন অফিসে ৪ দিনের প্রশিক্ষণ ৩ ঘন্টায়, ৪ লাখ আত্মসাত রূপসায় মেধাবী শিক্ষার্থী চৈতির মৃত্যুর জন্য দায়ী শিক্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু বিলাস হালদার রূপসা উপজেলা বিএনপির সদস্য মনোনীত রূপসায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রূপসা মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে অব্যহতি প্রদানের দাবিতে লিখিত অভিযোগ ফকিরহাটে ইউএনওর হাতে বন্যার্তদের জন্য অর্থ  দিলেন বিএনপি নেতা পলাশ  বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা আ’লীগ নেতার ষড়যন্ত্রে ১৫ বছরেও এমপিও ভুক্ত হয়নি খুলনার ২ প্রতিষ্ঠান
ডুমুরিয়ায় ঠিকাদারের গাফিলতিতে মডেল মসজিদে নামাজ আদায় বন্ধ

ডুমুরিয়ায় ঠিকাদারের গাফিলতিতে মডেল মসজিদে নামাজ আদায় বন্ধ

ডুমুরিয়ায় ঠিকাদারের গাফিলতিতে মডেল মসজিদে নামাজ আদায় বন্ধ

মোঃ আশরাফুল আলম : ঠিকাদারের গাফিলতির কারনে জেলার ডুমুরিয়া উপজেলা সদরে মডেল মসজিদ উদ্বোধনের প্রায় এক বছর পার হলেও সেখানে নামাজ পড়ার ব্যবস্থা হয়নি। মূল-মসজিদ ভবনের বাহ্যিক অবকাঠামো সম্পন্ন হলেও আনুসাঙ্গিক অনেক কাজই বাকি থাকার পরও সেখানে কাজ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৬ষ্ঠ পর্যায়ে বিগত ২০২৩ সালের ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন, তার মধ্যে ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদটি অন্যতম। কিন্তু আজও সেখানে নামাজ পড়ার পরিবেশ সৃষ্টি হয়নি।

৪ জুলাই সকালে সরজমিনে দেখা গেছে নিচ তলার ফ্লোরে কোনো টাইলস না লাগালেও, ছাদে কয়েকটি ফ্যান ঝুলছে। কিছু বৈদ্যুতিক তার টানা থাকলেও, কোথাও সুইস-বোর্ড লাগানো হয়নি। আংশিক ভাবে বাথরুম বা ওজুখানা’র কাজ করা রয়েছে। একই তলায় থাকা সাংস্কৃতিক কেন্দ্রের কোনো কাজই সম্পন্ন হয়নি।

তবে কঠের দরজা বা অন্যান্য মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। দোতলায় মূল-মসজিদের বড় দরজার মুখে বেড়া-মালামাল দিয়ে আটকানো থাকলে বিকল্প উপায়ে ভেতরে ঢুকে দেখা গেলো, রংয়ের কাজ না করলেও টাইলস বসানো হয়েছে, তবে তা পরিষ্কার করা হয়নি। ২৭টি ফ্যান ঝুললেও কোথাও সুইস নেই। তবে ভবনের বাইরে রং করা, নকশা(ডিজাইন) লাগালো বা সিড়িতে টাইলস বসানো দৃষ্টিনন্দন এই মসজিদ দেখে অনেকেই গাড়ি থামিয়ে নামাজ পড়তে নেমে থাকেন।

মসজিদে প্রবেশের রাস্তা না পেয়ে অনেক ঘুরে বালির স্তুপ মাড়িয়ে মসজিদের কাছে যেয়ে জানা যায় সেখানে নামাজ পড়ার মতো কোন পরিবেশই তৈরি হয়নি।

এ প্রসঙ্গে মসজিদের কেয়ারটেকার নাঈুমল ইসলাম বলেন, উদ্বোধনের পর প্রায় এক বছরে এখানে কোনো কাজ হয়নি। উত্তর পাশে খোলা চায়ের দোকানদার সফিকুল ইসলাম বলেন, প্রতিদিন অনেকেই গাড়ি থামিয়ে এখানে নামাজ আদায় করতে আসে। আমি বলি এখনো নামাজের পরিবেশ হয়নি।

এলাকার কয়েকজন বলেন, নামাজ না হলেও, এখানে মেয়েদের সেলফি তোলা বন্ধ নেই।

ঠিকাদার শফিকুল ইসলাম মধু বলেন, মসজিদের কাজে কিছু উপকরণ ও সংযোগ সড়ক সিডিউলে না থাকার বিপাকে আছি।

তারপরেও শিঘ্রই একটা ব্যবস্থা করা হবে। গণপূর্ত অধিদফতরের উপ-প্রকৌশলী প্রবীর কুমার মন্ডল বলেন, ঠিকাদার কেন্দ্রীক কিছু সমস্যা আছে।

তাড়াতাড়ি এর একটা সমাধান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, এখানে দ্রুত ইমাম -মোয়াজ্জেম নিয়োগ দিয়ে নামাজ চালু করে দিবো।

 

রূপসায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের  সংবর্ধনা 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।