আশরাফুল আলম : যুব দিবস উপলক্ষে বুধবার সকালে র্যালী, আলোচনা সভা ও যুবদের মাঝে সনদপত্র এবং চেক বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল,স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
উপজলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত র্যালীটি উপজেলার সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ’র ভবনে নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান’র সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষিত যুববৃন্দ উপস্হিত ছিলেন।
এ ছাড়া টেকর ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ২মাস ব্যাপী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ’র উদ্বোধন করা হয়।
আরো পড়ুন –ডুমুরিয়ায় প্রযুক্তির মাধ্যমে কৃষি ফসল উৎপাদন’র উপর প্রশিক্ষণ
Leave a Reply