আশরাফুল আলম, ডুমুরিয়া : বৃহস্পতিবার উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। মোট ৯ ভোটের মধ্যে মন্ত্রণালয়’র প্রাক্তন সচীব সরদার ইলিয়াস হোসাইন ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।
এ উপলক্ষে ম্যানেজিং কমিটি’র অভিভাবক সদস্য পদে গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় এক নাগাড়ে ভোট গ্রহণ চলে। মোট ৪০৩ ভোটের মধ্যে ৩৭৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
এ নির্বাচনে ২ টি প্যানেলে মোট ১০ প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেন। এর মধ্যে এক প্যানেলে ৩ জন ও অন্য প্যানেলে ২ জন নির্বাচিত হন। বাকী ১জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধির ভোটে সভাপতি নির্ধারণ করা হয়।
নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
আরো পড়ুন-
Leave a Reply