আশরাফুল আলম, ডুমুরিয়া : উপজেলায় দেশীয় পাখী শিকার’র অপরাধ ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায়ঃ খুলনা জেলা বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার খাজুরা এলাকায় এক অভিযান চালানো হয়।
এ সময় পাখী শিকারী হাসানপুর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে কামাল গাজী (৪০) ও খাজুরার আজিজুর শেখের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৩২)সহ মৃত ৪টি বক ও জীবিত ১টি কানিবক এবং ৫ টি বাঁদুরসহ পাখী ধরা ২ টি মিউজিক সেট ও ৫ হাজার ৫ শত ফুট লম্বা ফাঁদ জাল হাতেনাতে ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বনপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ২৫ হাজার টাকা করে ২ শিকারীকে মোট ৫০ হাজার জরিমানাসহ জীবিত পাখী গুলো অবমুক্ত করা হয়।
আদালত পরিচারনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আসিফ রহমান। সহযোগী হিসেবে ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুজোর হুসাইন ও বন বিভাগের ককর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Leave a Reply