আশরাফুল আলম,ডুমুরিয়া : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-5 (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ চতুর্থ বারের মত এমপি হতে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান’র কাছে মনোনয়ন পত্র জমা দেন।
পরে ওয়ার্কস পার্টির সেলিম আক্তার স্বপন ও ডুমুরিয়া রিটার্নিং অফিসে মনোনয়ন জমা দেন। অন্য দিকে ফুলতলা উপজেলা রিটার্নিং অফিসে মনোনয়ন জমা দেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও যাকের পার্টির সামাদ শেখ,জাতীয় পার্টির মোঃ শহীদ আলম, বাংলাদেশ কংগ্রেস পার্টির এস,এম, এ জলিল, ইসলামী ঐক্যজোট’র তরিকুল ইসলাম।
মনোনয়ন পত্র জমা শেষে নারায়ণ চন্দ্র চন্দ সাংবাদিকদের বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে টানা তৃতীয়বারের মত এমপি হতে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি বিজয়ী হয়ে উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখব।
অন্যান্য প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, তারা তাদের স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া চালাবে।
[…] […]