নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী প্রচন্ড তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন মানবকল্যাণে এগিয়ে এলেন রূপসা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা। ০২ মে বেলা ১১ টায় রূপসা ঘাট এলাকায় তৃষ্ণার্ত পথচারীদের হাতে তুলে দেন শরবত ও পানি জাতীয় ফল। তার এই মহতি কাজে পাশ এসে দাঁড়ান দলীয় নেতা-কর্মিসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
সকাল থেকে দুপুর পর্যন্ত রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা ঘাট দিয়ে চলাচল করা অসংখ্য পথচারীদের হাতে শরবত ও ফল দেন। তীব্র গরমে শরবত মিশ্রিত ঠান্ডা পানি ও ফল পেয়ে তৃপ্তির হাসি ফোটে পথচারী ও খেটে খাওয়া মানুষের মুখে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান শেখ, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেন, খুলনা জেলা কৃষক লীগ নেতা ও দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, রূপসা উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন অন্তু, যুব মহিলা লীগ নেত্রী রিজিয়া বেগম প্রমুখ।
Leave a Reply