নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলার শীর্ষ মাদক কারবারি ফাটাকেষ্ট নামে খ্যাত হাজ্জাদ মোল্যা ওরফে ‘ইয়াবা হাজ্জাদ’কে গ্রেপ্তার করেছে তেরখাদা থানা পুলিশ।
রবিবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আদমপুর গ্রামের হাজ্জাদের বাড়ি থেকে ২০২ পিচ এবং তার সহদর মোঃ রিন্টু মোল্যার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা সহ ক্রেতা মোঃ রাসেল হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাজ্জাদ মোল্যা এবং রিন্টু মোল্যা আদমপুর গ্রামের মৃত হাশেম মোল্যা পুত্র ও মোঃ রাসেল হোসেন রুপসা উপজেলার দেবীপুর গ্রামের মাসুদ পাইকের পুত্র। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হাজ্জাদ দীর্ঘদিন ধরে রমরমা মাদক ব্যবসা করে আসছে।
একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারের পরও তার মাদক বিক্রি সহ নানাবিধ অপকর্মের দৌরাত্ম যেন কিছুতেই কমানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে হাজ্জাদ ও তার সহযোগীসহ বেশ কিছু মাদক কারবারী দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
একাধিকবার পুলিশের কাছে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে ফের আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরেছে। হাজ্জাদ মোল্যা তেরখাদার আদমপুর এলাকার বড় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। তার এই রমরমা ইয়াবা ব্যবসায় তেরখাদার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গেছে।
তার মাদক ব্যবসা তেরখাদা উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আসলে মাদক এই রাষ্ট্র ও সমাজের মারাত্মক একটি ব্যাধি।
হাজ্জাদ মোল্যা আসলেই একজন বড় মাদক ব্যবসায়ী সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। সে আদমপুর এলাকায় নিজের বাড়িতে প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রকাশ্য মাদক বিক্রি করে।
পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও প্রভাবশালী রাজনৈতিক নেতার তদবিরে ছাড়া পেয়ে আবার সেই মাদক ব্যবসায় জড়িয়ে পরে। বর্তমান যুবসমাজকে রক্ষা করার জন্য জেলা পুলিশ সুপার মহোদয় সহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।
[…] বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত তেরখাদায় ‘ইয়াবা হাজ্জাদ’ সহোদরসহ গ্র… খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত […]