নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তেরখাদা উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।
রবিবার বিকেল থেকে উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেংগা মডেল হাইস্কুল মাঠে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহাল্লা থেকে কর্মী-সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর নির্বাচনী সভায় যোগ দিতে থাকে। সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত হলে মূহুর্তের মধ্যে নির্বাচনী সভাটি হাজার হাজার জনতার উপস্থিতিতে উপজেলা সদরসহ স্কুল মাঠে কানায় কানায় ভরে উঠে। নারী-পুরুষ, যুবক ও বয়োবৃদ্ধদের স্বঃফূর্ত পদচারণায় মানুষের ভীড়ে নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে রুপ নেয়।
দোয়াত কলম মার্কার স্লোগান আর করোতালিতে পুরো উপজেলা সদর প্রকম্পিত হতে থাকে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম:্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, এম এম মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু।
বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরন বিশ^াস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ।
অন্যান্যো অতিথি ছিলেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন, সমাজ সেবক সাংবাদিক ও ব্যবসায়ী এনায়েত ফেরদাউস, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, আওয়ামী লীগ নেতা এফ এম মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, অনাদী মোহন বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, শেখ মোঃ ইউনুস আলী, মোঃ ফারুক আহমেদ, খান সেলিম আহমেদ. শারাফাত হোসেন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান অলিচ, আব্দুস শুকুর শেখ, শেখ আবুল খায়ের প্রমুখ।
এসময় বক্তারা দোয়াত কলম প্রতিকের প্রার্থীর সম্পর্কে জনতার উদ্দেশ্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরেপেক্ষ। ভয় পাওয়ার কারন নেই। দোয়াত কলমের প্রার্থী ও সমর্থকদের ভয়-ভীতিতে কোন কাজ হবে না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু বলেন, আল্লাহর রহমতে জনগনের ভালোবাসা, সমর্থন আর তাদের ভোট নিয়ে ইনশাল্লাহ ২১ মে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি ও বিভিন্ন কর্মকান্ড ও নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরে জনগনকে আকৃষ্ট করেন।
[…] […]