নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর সার্বিক সহযোগিতায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত খেটে খাওয়া শ্রমিক, ভ্যানওয়ালা সহ পথচারীদের জন্য খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তেরখাদা উপজেলা সদরে ছাত্রলীগের নেতা কর্মীর মাধ্যমে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরন র্কাক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পাপিয়া সরোয়ার শিউলী।
এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ, সাধারন সম্পাদক শেখ আনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান অনিক, ইমন মোল্যা ইসমাইল হোসেন, আলিফ মোল্যা, সাইফ মাহামুদ, মিল্টন লস্কর, নাফিজ শিকদার, নাইম, হামিম, রাহুল, শাকিব, রাব্বি প্রমুখ।
তেরখাদা উপজেলার স্থানে বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ।
প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে খেটে খাওয়া শ্রমিক, ভ্যানওয়ালা ও পথচারীদের স্বস্তি দিতে উপজেলা ছাত্রলীগের মাধ্যমে এমপি সালাম মূর্শেদীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তেরখাদার সাধারন মানুষ।
Leave a Reply