নিজস্ব প্রতিবেদক : “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তেরখাদার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে বর্নাঢ্য র্যালী ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সোনালী ব্যাংক গোপালগঞ্জ ডিসি শাখার এসপিও বিকাশ কান্তি পাত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা প্রকৌশলী হাসান ইবনে ওয়ালিদ, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, প্রধান শিক্ষক কাজী আকরাম হোসেন, সহকারী শিক্ষক লিপিকা পাত্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ ৫ জয়িতা নারীকে ৫টি ক্যাটাগরীতে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, সফল জননী নারী- প্রমীলা পাত্র, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী- সবিতা সাবিত্রী বিশ^াস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন যে নারী- তানিয়া ফাতেমা, নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাড়িয়েছে যে নারী- নমিতা বিশ^াস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান যে নারী- মনোয়ারা বেগম।
Leave a Reply