নিজস্ব প্রতিবেদক : তেরখাদায় ব্যাবিলন-২ ধানের মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তেরখাদা উপজেলার ইখড়ি চরপাড়া এলাকায় কৃষক মোঃ খশরু চৌধুরীর জমিতে ব্যাবিলন এগ্রো এন্ড ডেউলি লি. কোম্পানির বাজারজাতকৃত ব্যাবিলন-২ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক এস এম এমদাদুল হক নান্নুর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন কোম্পানীর উর্ধতন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সেলস ম্যানেজার (সাউথ) মিন্টু কোমার ঘোষ, মার্কেটিং অফিসার মোঃ স¤্রাট মিয়া, স্থানীয় অফিসার মোঃ আব্দুল মান্নান, মেসার্স হাবিব ট্রেডার্সের প্রোপাইটার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠান শেষে কৃষকদের ব্যাবিলন-২ ধানের জমি পরিদর্শন করেন এবং কৃষক মোঃ খশরু চৌধুরীর জমিতে ব্যাবিলন-২ ধানের বৈশিষ্ট্য গুলো কৃষকদের মাঝে তুলে ধরেন। তার ৩৩ শতক জমিতে ৩৫ মন ব্যাবিলন-২ জাতের ধান ফলন হয়েছে এবং ১০ বিঘা জমিতে ব্যাবিলন ধান চাষ করছেন।
ব্যাবিলন এগ্রো এন্ড ডেউলি লি. কোম্পানির বাজারজাতকৃত ব্যাবিলন-২ ধানের বাম্পার ফলন দেখে কৃষকরা খুবই খুশি এবং কৃষকরা এর চাষাবাদ করবেন বলে জানান। পাশাপাশি ব্যাবিলন এগ্রো ডেইলী লি. কোম্পানির উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply