নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে তেরখাদা উপজেলা পরিষদ. উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আওয়ামী লীগ, তেরখাদা প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব, মানবাধিকার কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়ে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সুর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
কর্মসূচির মধ্য ছিল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে পুষ্পমাল্য অর্পন, ইখড়ি কাটেংগা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা, কুচকাওয়াজ ও শরীর চর্চা, হাসপাতালে ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্দ্ধনা ও আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনীয় অনুষ্ঠান, মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা সহ নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে দিবসটি যাকজমকপূর্ণ ভাবে পালিত হয়।
উপজেলা প্রশাসন ঃ দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা, সকাল ৮. ১৫ মি. টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে পুষ্পমাল্য অর্পন, সকাল ৮.৪৫ মি. আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অংশগ্রহণকারী দলসমূহে সালাম গ্রহণ, জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।
বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল হক মন্টু, থানার ওসি (তদন্ত) এস আম আলম কবির, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, উপজেলা সাব রেজিস্ট্রার মাহমুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসিন, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগঃ দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা আ’লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন সহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করেন।
মুক্তিযোদ্ধা সংসদ ঃ দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সরদার আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধাদ্বয় বোরহান উদ্দিন আহমেদ, অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ কায়নাথ হোসেন, শেখ শামীম হাসান প্রমুখ।
[…] শতদল মহাবিদ্যালয়ে বিজয় দিবস পালিত তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়… বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ-এমপি সালাম […]