নিজস্ব প্রতিবেদক : তেরখাদায় এক যুবলীগ নেতা সহ দুই জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পশ্চিম কাটেংগা এলাকার আলম মোল্যার পুত্র রাকিব মোল্যা (২৭) ও তার চাচি নাজমা বেগম (৫০) । আহত রাকিব মোল্যা উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ দুর্বৃত্তরা রাকিব মোল্যার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তার হাত-পা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তার চাচি নাজমা বেগম ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে যখম করে।
পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তেরখাদা থানার ওসি (তদন্ত) এস এম আলম কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
স্বজনরা এজাহার দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা ও বারাসাত ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এমডি মফিজ উদ্দিন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর, বারাসাত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাবর আলী মোল্যা, সাধারন সম্পাদক আব্দুল কাদের সুজ্জল প্রমুখ।
[…] […]