নিজস্ব প্রতিবেদক : তেরখাদায় হইব্রীড হীরাা ধানের মেঘা মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা আদালতপুর এলাকায় কৃষক বাবলু ফকিরের এর জমিতে সুপ্রিম সীড কোম্পানির বাজারজাতকৃত হীরা -৯ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলী মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম সীড কোম্পানির উপজেলা টেরিটরি ম্যানেজার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
সুপ্রিম সীড কোম্পানির একাউন্টিং রিজিওয়ানাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মোর্শেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কপিল দেব বশাক, সুপ্রীম সীড কোম্পানীর সিনিয়র এজিএম কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, সুন্দরবন জাজিরা জোন অফিসের জোনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মশিউর রহমান, মেসার্স হাবিব ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান। কৃষকদের মধ্য বক্তব্য রাখেন মোঃ বাবলু ফকির ও মোঃ ইবাদুল ফকির অনুষ্টান শেষে কৃষকদের হীরা -৯ ধানের জমি পরিদর্শন করেন এবং কৃষক বাবলু ফকিরের জমিতে হীরা -৯ ধানের বৈশিষ্ট্য গুলো কৃষকদের মাঝে তুলে ধরেন।
এই জাতের বৈশিষ্ট্য গুলো হলো বোর মৌসুমে আবাদকৃত মাজারী মোটা ধান। হীরা -৯ ধান চারা বপন থেকে জমি কাটা পর্যন্ত ১৫০ দিন সময় লাগে। লম্বা শীষ।
শীষের দের্ঘ্য প্রায় ১১ ইঞ্চি। বি এল বি প্রতিরোধী, কার্যকরী কুশির সংখ্যা বেশী। ফলন প্রতি শতকে ১ মন। অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম। প্রধান অতিথি কৃষিবিদ শিউলী মজুমদার ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি রোগ ও পোকার আক্রমণ হলে করনীয় কি হীরা -৯ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরেন।
উপজেলার আদালতপুর গ্রামে সুপ্রিম সীড কোম্পানীর বাজারজাতকৃত হিরা-২ ও হীরা-৯ বাম্পার ফলন দেখে কৃষকরা খুবই খুশি এবং এর চাষাবাদ করবেন বলে জানান। পাশাপাশি সুপ্রিম সীড কোম্পানির উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।
[…] […]