বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও গীতা ফাউন্ডেশনের আয়োজনে নাগরিক উদ্যোগের সহায়তায় দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে গতপরশু বুধবার বেলা ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় গীতা ফাউন্ডেশন এর সভাপতি প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফ আসিফ রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বটিয়াঘাটা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই গাইন উপজেলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা, জিএম আলমগীর কবির প্রাথমিক শিক্ষা অফিসার, আবুবক্কার মোল্লা যুব উন্নয়ন কর্মকর্তা। গীতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রী, হিসাব রক্ষণ কর্মকর্তা পবিত্র মন্ডল, কমিউনিটি অর্গানাইজার বন্যা পাল সহ উপস্থিত ছিলেন দলিত জনগোষ্ঠীর অর্ধশত নারী পুরুষ।
বাংলাদেশে আমরা কেউ ছোট না এবং বড় না সংবিধান আমাদের সকল মানুষকে সমান অধিকার দিয়েছে আমাদের শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে । আমরা সকল সময় আপনাদের সহায়তা করব আমরা সেবা আপনাদের দোড়গোড়ায় নিয়ে যাব আপনাদের যে যে সমস্যা আছে তা নিয়ে আপনারা আমার অফিসে আসবে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব।
প্রধান অতিথি বলেন আপনাদের সচেতন হতে হবে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলিত জনগোষ্ঠীর কিছুর দাবি পরিপ্রেক্ষিতে এবং সমস্যা সমাধানের বিষয় তিনি আরো বলেন আমার অফিসে আসুন।
অন্যান্য কর্মকর্তা সকলেই বলেন আমাদের এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ আগে হতে হবে। তাই আপনারা যারা এখনো পিছিয়ে আছেন তাদেরকে আমরা তুলে আনতে চাই। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনাদের জন্য সরকার যে যে সহায়তা রেখেছে সেগুলো আপনারা অবশ্যই পাবেন।
Leave a Reply