নিজস্ব প্রতিবেদক : নতুন সকাল ডটকমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসষ্ট্যান্ডে খানা-খন্দ ও বড় বড় গর্তে পরিণত হওয়ার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গত ১ অক্টোবর সংবাদ প্রকাশের পর সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে কোন প্রকার টেন্ডার ছাড়াই নিজস্ব ব্যবস্থাপনায় সংস্কার শুরু করেছে খুলনা সড়ক বিভাগ।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, খানা-খন্দক ও বড় বড় গর্তে পরিণত পূর্ব রূপসা বাস স্ট্যান্ডের প্রবেশ মুখ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগের শিকার হচ্ছে রূপসা ঘাট পারাপারের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
খুলনা-মংলা মহাসড়ক অভিমূখ সড়কের মাত্র ৩০০ মিটার রাস্তা প্রায় দু’বছর যাবত সংস্কার না করাই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংস্কার কাজ দেখা শোনার দায়িত্বে নিয়োজিত সড়ক বিভাগ-২ এর কার্য সহকারী মোল্লা ররিউল ইসলাম রবি বলেন, বাসষ্টান্ডের বেহালদশার খবর উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, যেহেতু আগামী ৯ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী খুলনায় আসছেন। সে কারণে কাজটি টেন্ডার না দিয়ে নিজম্ব ব্যবস্থাপনায় সংস্কার করা হচ্ছে। কেননা টেন্ডার দিয়ে কাজ শুরু করতে গেলে নির্ধাতির সময়ের মধ্যে কাজ শেষ হতোনা।
একারণে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশনা মোতাবেক অত্যান্ত স্বচ্ছতার সাথে সংস্কার কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, যানজট এড়াতে বাসস্ট্যান্ড থোকে কোয়ার্টার কিলোমিটার পর্যন্ত সড়কের পাশে ১০ ফুট ইটের সলিং দিয়ে প্রশস্ত করা হচ্ছে।
আরো পড়ুন-১ নভেম্বর উদ্বোধন হচ্ছে খুলনা-মোংলা রেলপথ
[…] […]