বিজ্ঞপ্তি : ১৩জুন ২০২৪ বৃহস্পতিবার পটুয়াখালীতে রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে যুব ও নাগরিক ওজনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় জেলা নাগরিক কমিটির আহবায়ক কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা সমন্বয়ক অনুপ রায়।সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যা।ন রেজাউল করিম সোয়েব,ভাইস চেয়াম্যান মোঃ হাসান ও কামরুনাহান শিমু, কাউন্সিলর সৈয়দা আকলিমুন নেছা রুবী সংলাপ অনুষ্ঠানের উন্মুক্ত অধিবেশনে আলোচনা করেন জেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ জাকারিয়া হৃদয়,আব্দুর রব ।
উপজেলা কমিটি সমুহের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন মোঃ সাফায়েত হোসেন ও তুষার কান্তি।উপজেলা যুব সংগঠকদের মধ্যে করেন রাকায়েত আহসান, মুনতাসির তাসরিফ, মোসাঃ মানসুরা আক্তার,কে এম জাহিদ হোসেন ও মোঃ সাইমুন। সংলাপে অনুষ্ঠানে যুবরা ৮টি উপজেলার জনগুরুত্বপূর্ণ দাবী উত্থাপন করে।জনপ্রতিনিধিরা দাবীসমুহ পুরনে অঙ্গীকার করেন।।
[…] শিরোনাম : পটুয়াখালীতেআস্থা প্রকল্পের যুব ও নাগ… রূপসায় সিএসএস’র উদ্যোগে ফ্রি […]