বিজ্ঞপ্তি : ১০ ডিসেম্বর সকালে রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে গলাচিপা উপজেলা যুব ফোরাম গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার গলাচিপা সরকারী ডিগ্রী কলেজ সভাকক্ষে যুব ফোরাম গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রকল্পের ফিল্ড অফিসার গোলাম মোস্তফা এর সঞ্চালনায় জেলা সমন্বয়কারী অনুপ রায় প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কাওসারুল আলম বিশেষ অতিথি ছিলেন যুব সংগঠক ফারহানা মিশু টুম্পা ও আহমেদ কাওসার ইবু।
সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৩০জন যুব প্রতিনিধিদের উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা যুব ফোরাম আহবায়ক নির্বাচিত হয় তৌফিক হাসান, যুগ্ন আহবায়ক মানসুরা আক্তার মীম ও সফরউদ্দিন মিকাইল ৩০ সদস্য বিশিষ্ট গলাচিপা উপজেলা যুব ফোরাম গঠন করা হয়।
This post is good enough to make somebody understand this amazing thing, and I’m sure everyone will appreciate this interesting things.