পটুয়াখালীর দশমিনা উপজেলায় দেশজুড়ে সহিংসতা, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ রুখে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংলাপ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১আগস্ট) বেলা ১০ টায় দশমিনা ইউনিয়ন পরিষদে মিলনায়তনে দশমিনা উপজেলা যুব ফোরাম এ আয়োজন করে । আলোচনা শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহর প্রদিক্ষন করে।
দশমিনা উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাহিমা বেগম এর সভাপতিত্বে এবং রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক , রতন মজুমদার, উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতি মোঃ তানভীরুল ইসলাম, সাংবাদিক সাফায়েত হোসেন, শিক্ষক তহমীনা সুলতানা, প্রশাসানিক কর্মকর্তা এম ডি হেলালউদ্দিন সহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা দেশব্যাপী সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে যুব ফোরামের সদস্যদের আহ্বান জানান।
যুব ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাদিক হোসেন, সুমাইয়া বেগম, আশিকুর রহমান ।
Leave a Reply