নিজস্ব প্রতিবেদক : অদ্য ১৫ সেপ্টেম্বর, ২০২৪ পটুয়াখালী এসডিএ প্রশিক্ষণ কেন্দ্রে যুব ফোরাম সদস্যদের তিনদিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সংবেদনশীল অসম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষনে দুমকি উপজেলার যুব ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহন করে।
তিনদিনব্যাপি প্রশিক্ষণ সমাপনিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দুমকি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন। সমাপনী অনুষ্ঠানে যুগ্ন আহবায়ক আব্দুর রব এর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব সাংবাদিক জাকারিয়া হৃদয়।
সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা ও মুনজিলা। প্রশিক্ষণে যুবরা সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠণে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা অর্জন করে।
Leave a Reply