নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪ টায় খুলনা জেলা অটোরিকশা, অটো টেম্পু মাহেন্দ্র মালিক সমিতি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পূর্ব রূপসা মাহেন্দ্র স্ট্যান্ডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম।
মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. নাজির শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. কবির শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা আবুল হাসান বেপারি, হানিফ শেখ, মো. আবু তালেব, মাহেন্দ্র শ্রমিক নেতা মো. মাহমুদুল হাসান, মো. জালাল শেখ, আজগর হোসেন, রবিউল ইসলাম বাবু, মো. মুক্তার হোসেন, সাইফুল বিশ্বাস, হামিন শেখ, মো. ফয়সাল শেখ, বাদল শিকদার, আলতাফ শেখ প্রমুখ।
পরে সন্ধ্যায় একটেল টাওয়ার এলাকায় ৪নং ওয়ার্ড বাসীর আয়োজনে রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলাম, ইমাম ও হাফেজ আবদুল জলিল শেখ, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, সমাজসেবক খাজা মহিউদ্দিন লাবলু, আ’লীগ নেতা ওলিয়ার রহমান মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ।
[…] বীরমুক্তিযোদ্ধা বাদশার গণসংযোগ পূর্ব রূপসায় হাবিবের নির্বাচনী মতবিন… রূপসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]