নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজ পরিচালনা পর্ষদের পুন: সভাপতি মনোনীত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে আগামী ২ বছরের জন্য সভাপতি মনোনীত করেছে।
জাতীয় বিশ্বদ্যিালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত ) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ-তথ্য জানা যায়। একই পত্রে শেখ মো. ফরহাদ হোসেনকে বিদ্যেৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
প্রকৌশলী শেখ মুনির আহমেদ বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ নজির আহমেদের পুত্র ও কৃষিমন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের ছোটো ভাই। তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের পরিচালক।
অপরদিকে নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দ।
[…] […]