নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া থেকে আজ সোমবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় খুলনা-৪ আসনের ৩ উপজেলা থেকে পঁচিশ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দেবেন জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
তিনি জনসভা সফল করতে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া থেকে নেতাকর্মীদের জনসভা স্থলে নেওয়ার লক্ষ্যে সব মিলে প্রায় তিন শতাধিক বাস, ট্রলার, সিএনজি, ইজিবাইক, মটর সাইকেল, লেগুনা ও মাইক্রোবাস দিয়েছেন। এ ছাড়াও সমাবেশে আসা নেতাকর্মীদের গেঞ্জি, টুপি ও দুপুরের খাবারের ব্যবস্থাও করেছেন।
জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু গতকাল রবিবার তেরখাদা উপজেলা আওয়ামী লীগ, ৬টি ইউনিয়নের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে বারাসাত ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গেঞ্জি ও টুপি বিতরণ করেছেন। এসময় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন-
It’s very interesting! If you need help, look here: ARA Agency