ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা বেতাগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গত ২৩/০৯/২০২৪ ইং তারিখ সোমবার বেলা সাড়ে ১১টায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের হামলায় একই এলাকার পিতা মৃত আঃ রহিমের ছেলে চাঁন মিয়া সহ ৫জন আহত হয়েছেন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান চাঁন মিয়ার মারাত্মক ভাবে মাথায় যখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনাতে প্রেরণ করা হয়।
এঘটনায় ফকিরহাট মডেল থানায় প্রতিপক্ষদের ৩ জনের নাম উল্লেখ একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে এঘটনার পর সেনাবাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিগন ঘটনা স্থলে পরিদর্শন করেন ও পরিদর্শন শেষে হামলার ঘটনার সমাধানের জন্য বেতাগা ইউনিয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী জানান।
Leave a Reply