নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে র্যাব-৬ অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ মোঃ আল আমিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিন রূপসা উপজেলা এলাকার মজিবুর রহমান মোল্লার ছেলে। ১৭ নভেম্বর রাত পৌনে ১১টায় র্যাব এ অভিযান চালায়।
র্যাব জানায়, ১৭ নভেম্বর র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় সুকৌশলে মাদক পাচার করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে একই তারিখ ২২.৪৫ ঘটিকার সময় আভিযানিক দলটি কাটাখালী মোড়ে জনৈক মোঃ মনিরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রূপসা উপজেলা এলাকার মজিবুর রহমান মোল্লার ছেলে মোঃ আল আমিনকে (৩৪) গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫কেজি ৪০০ গ্রাম গাজা, ০১টি মোবাইল ফোন, ০২ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন-
[…] […]