ফকিরহাট প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি, ভাংচুর, আগুন দেওয়া, নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে একদল সন্ত্রাসী দুষ্কৃতিকারী কতৃক গত ০৫ আগস্ট (সোমবার) আনুমানিক বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের দুটি কক্ষ সহ প্রেসক্লাব মার্কেটে অবস্থিত স্টেশনারী দোকানের কম্পিউটার, ল্যাপটপ, ফটোস্ট্যাট,
ফলে প্রেসক্লাবের দুটি কক্ষ সহ ষ্টেশনারী দোকানের মালামাল, লুটপাট ভাঙচুর সহ প্রয়োজনীয় কাগজপাতি ও আসবাবপত্র আগুনে পুড়িয়ে দেয়। এতে প্রায় প্রায় ৬/৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফকিরহাট উপজেলার সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, ইতিমধ্যে সাংবাদিকদের কাছে প্রেসক্লাবে হামলার সাথে কার নির্দেশে কে বা কারা জড়িত সে সব তথ্য-উপাত্ত এসেছে।
Normalmente eu não leio artigos em blogs, mas gostaria de dizer que este artigo me obrigou muito a dar uma olhada e fazê-lo. Seu estilo de escrita me surpreendeu. Obrigado, artigo muito bom