বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার গাওঘরা এলাকার চরডাঙ্গা গ্রামের আমিনুর শেখ হত্যাকান্ডের আসামীদের ফাঁসির দাবীতে গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে গ্রামবাসীদের পক্ষ থেকে এক বিরাট মিছিল বের হয়। সহস্রাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে।
সজিনা চুরিতে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে কালাম, শাহীন, নয়ন, ফারুক, বিল্টু, আলামীন, মুনসুর, ফরিদ সংঘবন্ধ ভাবে আঘাত করে হত্যা করে। পুলিশ এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে। মিছিলে নেতৃত্ব দেন মুন্নাফ বিশ্বাস,মাসুদ বিশ্বাস,রবীদ্র নাথ মন্ডল,জাহাতাপ, প্রমুখ।
[…] হচ্ছে-দিঘলিয়ায় এমপি সালাম মূর্শেদী ফাঁসির দাবীতে বটিয়াঘাটায় বিক্ষোভ মিছ… ভারতের সাংস্কৃতিক অঙ্গনে খুলনার […]