বটিয়াঘাটা প্রতিনিধি : দেশের বিদ্যমান পরিস্থিতিতে জনগণকে সাহস ও পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য হাঙ্গার প্রজেক্টরে পিএফজি গ্রুপ বটিয়াঘাটা উপজেলা কমিটির নেত্ৃবৃদ গত সোমবার উপজেলার বটিয়াঘাটা গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়নের ১৫টি পূজামন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন টিমে ছিলেন সমন্বয়কারী প্রহ্লাদ জোদ্দার, এ্যামব্যাসাডর কামরুল ইসলাম, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সমাজসেবী প্রকাশ রায়, বীরমুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস, মমতা বিশ্বাস, কাননবালা মল্লিকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর বিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, অবিভাবক ও মন্দির কমিটির সভাপতি,সম্পাদকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাহস নিয়ে,নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহবান জানান। প্রয়োজনে প্রশাসন সহ পিএফজির সাথে যোগাযোগের আহবান জানান।
Leave a Reply