বটিয়াঘাটা প্রতিনিধি : ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এর আওতায় কৃষি অফিস বটিয়াঘাটার আয়োজনে তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয় রোববার বেলা সাড়ে দশটায় বটিয়াঘাটা কৃষি দপ্তর চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য শ্রী ননী গোপাল মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন,ক্লাইমেট মার্ট প্রযুক্তির খুলনা উপপরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবুবকর সিদ্দিক।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খান,উপজেলা প্রেসক্লাব সম্পাদক ইদ্রজিত টিকাদার,কৃষি সপ্রসারণ অফিসার আসাদুজ্জামান।
[…] বিরুদ্ধে রেজিস্ট্রি জালিয়াতি মামলা বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্র… সুদের টাকার জন্য মা-ছেলেকে কুপিয়ে […]