বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিলাস হালদার রূপসা উপজেলা বিএনপির সদস্য মনোনীত রূপসায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রূপসা মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে অব্যহতি প্রদানের দাবিতে লিখিত অভিযোগ ফকিরহাটে ইউএনওর হাতে বন্যার্তদের জন্য অর্থ  দিলেন বিএনপি নেতা পলাশ  বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা আ’লীগ নেতার ষড়যন্ত্রে ১৫ বছরেও এমপিও ভুক্ত হয়নি খুলনার ২ প্রতিষ্ঠান পটুয়াখালীতে যুব‌দের দক্ষতা বৃ‌দ্ধি প্র‌শিক্ষন অনু‌ষ্ঠিত বন্যা কবলিত ফেনী জেলা পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান ফুলবাড়ি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন বটিয়াঘাটার হাঙ্গার প্রজেক্টরে পিএফজি গ্রুপের পূজামন্দির পরিদর্শন
বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

নিজস্ব প্রতিবেদক : শিশু সন্তানকে মারপিটের হাত থেকে বাঁচাতে গিয়ে ভাসুর ও তার স্ত্রী সন্তানদের মারপিটে সালমা (৩২) নামে ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামে শনিবার হামলার শিকার হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর বেলা ১১ টায় তার মৃত্যু ঘটে।

৪ নভেম্বর নিহতের লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে পৌঁছালে স্বামী সন্তনসহ নিকট আত্মীয়দের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহতের মেঝো কন্যা ফাতেমাতুজ্জোহরা মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী লামিয়া জানায় গত ২৬ অক্টোবর শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে আসলে তার মেঝ চাচা হেমায়েতের কন্যা ফাতেমা তাকে মারপিট করতে থাকে। এ সময় লামিয়ার ডাক চিৎকারে তার মা সালমা খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে হেমায়েতের নির্দেশে তার স্ত্রী কোহিনুর, কণ্যা ফাতেমা, আসমা, লিছমা ও ছেলে ইমরান সালমা খাতুনকে বেধড়ক মারপিট করে। সালমার স্বামী হুমায়ুন কবির ব্যবসায়িক কাজে বাইরে থাকায় সে সন্তানদের সহযোগিতায় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়।

এরপর এ ব্যাপারে সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান উবায়দুল শেখের দারস্ত হয় সালমার পরিবার। ওবায়দুল শেখ নিজে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে সালমার উপর হামলাকারী হেমায়েতের স্ত্রীর আপর ভাই আলী সরদারকে বিচারের দায়িত্ব দেয়। পরবর্তীতে আলী সরদার বিচারের নামে তালবাহানা করতে থাকে।

এমত অবস্থায় নিহতের পরিবারের সদস্যরা বিচার না পেলে মামলা দায়ে করবে বলে জানালে আলী সরদার তাদের হুমকি-ধামকি দেয়। এদিকে সালমার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে ৩ নভেম্বর সকালে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বড় কন্যা ইতি জানাই আমার মায়ের উপর ওরা আগেও অত্যাচার করেছে। আমার আব্বা ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে তারা প্রতিনিয়ত এই অত্যাচার করতো। আমরা এর বিচার চাই।

সালমার স্বামী হুমায়ুন কবির বলেন, আমার ভাই হেমায়েত ও তার স্ত্রী সন্তানেরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল সেখের একান্ত সহচর হল আমার ভাইয়ের শ্যালক আলী সরদার।

তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। শেষ পর্যন্ত ওরা আমার স্ত্রীকেও বাঁচতে দিল না। আমার চারটি সন্তানকে ওরা মা হারা করেছে।

আমার দুই বছরের শিশু কন্যাটি আজ মা-মা করে কাঁদছে। তাকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ইন্সপেক্টর তদন্ত বলেন, গত ২৪ অক্টোবর ওদের নিজেদের মধ্যে গোলমাল হয়।

এতে সালমা মারপিটের শিকার হলেও থানায় কোন অভিযোগ করেনি। বরং সালমার মৃত্যুর পর তার স্বজনরা ডাক্তারকে জানায় তার ডায়বেটিস ছিলো।

এসব নানা কথা বলে ময়না তদন্ত না করে লাশ বাড়িতে নিয়ে আসে। আমরা খবর পেয়ে ৪ নভেম্বর সকালে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি।

মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থানায় থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।

 

আরো পড়ুন-

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মহিলা শ্রমিকলীগের মিছিল ও মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন

One response to “বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের”

  1. […] হতে হবে-রূপসায় এমপি সালাম মূর্শেদী বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্র… সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।