এনায়েত আলী বিশ্বাস : ভাষা আন্দোলনের মাস শুরু হলেই আমরা শহীদ মিনারের কথা ভাবি। মনে করি কোথায় শহীদ মিনার নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে। বটিয়াঘাটা উপজেলার ১১৫ টি সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাএ ২০ টিতে শহীদ মিনার আছে। বাকি গুলোতে নেই।
এ ব্যাপারে প্রাইমারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে। তিনি বলেন,যেহেতু এব্যাপারে দপ্তর থেকে কোন আর্থিক বরাদ্দ নেই, তাই কাউকে জোর দিয়ে কিছু বলা যায়না। যে ২০ টি প্রতিষ্ঠান শহীদ মিনার করতে পেরেছেন তারা ব্যক্তি সহায়তা অথবা কোন সংস্থার সাহায্য নিয়ে করেছেন।
তিনি আরো বলেন,বাকি যারা শহীদ মিনার তৈরী করতে পারেননি তাদেরকে অনুরোধ জানিয়েছি এ ব্যাপার উদ্যোগী হতে। এ ছাড়া,২৬ টি হাইস্কুলের মধ্যে ২/১ টি বাদে সবগুলোতে শহীদ মিনার আছে।
[…] ডে-নাইট ভলিবল টুর্নামেন্টর অনুষ্ঠিত বটিয়াঘাটায় ১১৫টি প্রাইমারী স্কুলের ম… কয়রায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা […]