বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানপ্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত তিনজনের মধ্যে প্রতিদ্বদ্বিতা হবে বলে অনকের ধারণা।
এই ৩ জন হলেন,মোতাহার রহমান শিমু, নিতাই গাইনও শ্রীমন্ত অধিকারী রাহুল। তবে শেষ হাসি কে হাসবেন তা সময়েই বলে দেবে।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জনের মধ্যে জুবাইরুল হক এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এছাড়াও তুহিন রায় গতবারের ন্যায় এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে।এ পর্যন্ত জরিপে এটাই জানা যায়।
এছাড়া মহিলা ভাইস চেয়ার প্রার্থীর মধ্যে চঞ্চলামন্ডল ও বুলু রায় গাঙ্গুলীর মধ্যে মূল লড়াইটা হবে।নির্বাচন সুষ্ঠু ভাবেই সম্পন্ন হবে বলে সকলের ধারণা। ৫ জুন এ উপজেলার নির্বাচন।
[…] জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রসূতি বটিয়াঘাটা উপজেলা নির্বাচনে রয়েছে যার… উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা […]