রূপসা প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থ বছরে খুলনা জেলার ৯ টি উপজেলার বিআরডিবির সার্বিক কার্যক্রমের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে রূপসা উপজেলা বিআরডিবি কার্যালয়। তাছাড়া দাকোপ উপজেলা ২য় স্থান পাইকগাছা উপজেলা ৩য় স্থান অধিকার করেছে।
বিআরডিবি খুলনা এর উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন গত ৯ সেপ্টেম্বর জেলা বিআরডিবি দপ্তরে প্রথম পুরষ্কারের সম্মাননা স্মারক তুলে দেন রূপসা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের হাতে।
এসময় উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক আফরুজ্জামান ,দাকোপ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম,রুবাইয়াৎ আল আজাদ,পাইকগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,রূপসা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান,ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল,হিসাব রক্ষক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস সহ ৯ টি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে মূল কর্মসূচির সার্বিক কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ পরিদর্শক মনোনীত হয়েছেন পাইকগাছা উপজেলার মোঃ মাসুম বিল্লাহ, সদাবিক কর্মসূচির শ্রেষ্ঠ মাঠ সহকারী নির্বাচিত হয়েছন দাকোপ উপজেলার দিপালী রানী মন্ডল,পল্লী প্রগতি কর্মসূচির সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম হয়েছেন বটিয়াঘাটা উপজেলার গ্রাম সংগঠক দেবাশীষ মন্ডল,ইরেসপো কর্মসূচির শ্রেষ্ঠ মাঠ সংগঠক নির্বাচিত হয়েছেন বটিয়াঘাটা উপজেলার সুলেখা বৈরাগী এবং অপ্রধান শস্য কর্মসূচির সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ মাঠ সংগঠক নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলার শিল্পী খাতুন।
জানা গেছে উপ-পরিচালক হিসাবে মোঃ নাসির উদ্দিন খুলনায় যোগদানের পর থেকে ৯ টি উপজেলার সকল প্রকল্পে খেলাপি ঋণ আদায় ব্যাপক পরিমানে বৃদ্ধি পেয়েছে। তার নিয়মিত ৯ টি উপজেলার তদারকি এবং ফিল্ডে যাতায়াত করাতে প্রতিটি উপজেলার কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
Leave a Reply