বটিয়াঘাটা প্রতিনিধি : বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বটিয়াঘাটা সাংস্কৃতিক মঞ্চ ২৫ বৈশাখ সন্ধ্যায় বটিয়াঘাটা বাজার চত্বরে আলোচনাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাস।সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি অধ্যাপক গৌরপাল।উপস্থিত ছিলেন অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, ডাঃতারিণী কান্ত মন্ডল, মঞ্চের সম্পাদক প্রকাশ রায়, যুগ্ম সম্পাদক এড প্রসেনজিত দত্ত, অধ্যাপক সেবক বিশ্বাস,সত্যেন সরকার।
সম্গীত পরিবেশন করেন শুভন্কর বিশ্বাসপরেশ বিশ্বাস, প্রাণ কৃৃষ্ঞ বিশ্বাস, বিজয় গোলদার, স্বস্তি বিশ্বাস, জয়ন্তী মন্ডল, প্রমুখ।নৃত্য পরিবেশন করে এক ঝাক শিল্পী।
Leave a Reply