ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর হতে ১৩০বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬,সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল অদ্য ১৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাজিরবেড় গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাত সাড়ে একটার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন কাজিরবেড় গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী ব্যবসায়ি মোঃ জসিম উদ্দিন (৪৫), পিতা-মৃত কদম আলী, সাং-কাজিরবেড়, থানা- মহেশপুর,জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৩০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ডসহ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়
হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
[…] […]