বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিলাস হালদার রূপসা উপজেলা বিএনপির সদস্য মনোনীত রূপসায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রূপসা মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে অব্যহতি প্রদানের দাবিতে লিখিত অভিযোগ ফকিরহাটে ইউএনওর হাতে বন্যার্তদের জন্য অর্থ  দিলেন বিএনপি নেতা পলাশ  বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা আ’লীগ নেতার ষড়যন্ত্রে ১৫ বছরেও এমপিও ভুক্ত হয়নি খুলনার ২ প্রতিষ্ঠান পটুয়াখালীতে যুব‌দের দক্ষতা বৃ‌দ্ধি প্র‌শিক্ষন অনু‌ষ্ঠিত বন্যা কবলিত ফেনী জেলা পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান ফুলবাড়ি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন বটিয়াঘাটার হাঙ্গার প্রজেক্টরে পিএফজি গ্রুপের পূজামন্দির পরিদর্শন
মাঝি সংঘের নির্বাচন ঘিরে পূর্ব রূপসায় ঈদ আনন্দ : কোমর বেধে মাঠ চষছে প্রার্থীরা

মাঝি সংঘের নির্বাচন ঘিরে পূর্ব রূপসায় ঈদ আনন্দ : কোমর বেধে মাঠ চষছে প্রার্থীরা

মাঝি সংঘের নির্বাচন ঘিরে পূর্ব রূপসায় ঈদ আনন্দ : কোমর বেধে মাঠ চষছে প্রার্থীরা

এস এম মাহবুবুর রহমান : রূপসায় ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব রূপসা ঘাটসহ মাঝিপাড়া এলাকায় উৎসব বিরাজ করছে। প্যানা-পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।

নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। তবে ভোটাররা রয়েছে মুখে কুলুপ এটে। কে কাকে ভোট দেবে তা মনে মনে থাকলেও প্রকাশ করছেনা কেউ।

পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের (গভঃ রেজিঃ নং-২৬৮) ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৭ ফেব্রুয়ারী। এবারের নির্বাচনে ১২টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পদক পদে মোঃ খোকন শেখ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী তফসিল মোতাবেক ১৭ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৭৪ জন ভোটার ভোট প্রদান করে আগামী তিন বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ও পশ্চিম রূপসা ঘাট, পূর্ব রূপসা বাজার, মাঝিপাড়া ও পুরাতন রেল স্টেশনসহ পার্শ্ববর্তী এলাকা প্যানা ও পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীর পক্ষে হ্যান্ড মাইকে করা হচ্ছে প্রচার। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত মাঝিপাড়া ও রেল স্টেশন এলাকায় ঈদ আনন্দ বিরাজ করছে। অপরদিকে বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বসে নেই তাদের কর্মী-সর্মকরাও। জয় নিশ্চিত করতে সকল প্রকার কৌশল অবলম্বন করলেও যোগ্য ব্যক্তিকেই ভোট প্রদানের মন স্থির করে মুখে কুলুপ এটে বসে আছে সাধারণ ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২টি পদে ২৪জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি রেজা মাহমুদ (ছাতা), আব্দুল হালিম শেখ (গাভী), সিনিয়র সহ-সভাপতি পদে আউব আলী ফকির (টিউবয়েল), মোঃ হায়দার মাতুব্বর (হরিণ), সহ-সভাপতি পদে মোঃ কামরুল শেখ (মটর সাইকেল), শামিম ব্যাপারী (উড়োজাহাজ), সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন ব্যাপারী (হারিকেন), মোঃ হারেজ হাওলাদার (আনারস), যুগ্ম সাধারণ সম্পদক পদে মোঃ খোকন শেখ (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাৎ মুন্সি (বাই সাইকেল), মোঃ ইউনুস শেখ (ঘোড়া) ও মোঃ শেরজান ব্যাপারী (মোমবাতী), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজোর ব্যাপারী (গালাপ ফুল), মোঃ রোকন হাওলাদার (হাতী), কোষাধ্যক্ষ পদে মোঃ ফজলু মাতুব্বার (দোয়াত কলম), মোঃ হাসান ব্যাপারী (বই) ও মোঃ নুরুল ইসলাম (তালা চাবি), প্রচার সম্পাদক পদে মোঃ মহাব্বত ব্যাপারী (টেক্সি), আমির হাওলাদার (টেবিল), তিনটি সদস্য পদে মোঃ সাহাআলম ফকির (পানপাতা), মোঃ রুবেল শিকদার (জাহাজ), মোঃ আরিফ হাওলাদার (ঠেলাগাড়ী), মোঃ শহিদ মল্লিক (মোরগ) ও শফিক ব্যাপারী (আম)।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান এবং নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক।

সভাপতি প্রার্থী মোঃ রেজা মাহমুদ বলেন, গত নির্বাচনের পূর্বে ভোটারদের যে ওয়াদা করেছিলাম তা পালন করেছি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মুখে ঘাট পারাপারে ৩টাকার ভাড়া ৪টাকা করেছি। প্রত্যেক সদস্যদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও কোরবানীর ঈদে মাংস দেওয়ার ব্যবস্থা করেছি। কেউ বিপদে পড়লে সকল প্রকার সহযোগীতা করেছি। আবারো নির্বাচিত হতে পারলে ৪টাকার ভাড়া ৫টাকা, বেকার মাঝিদের ভাতার ব্যবস্থাসহ মাঝি সংঘের উন্নয়নে নতুন নতুন কর্মসূচি হাতে নেবো।

একই পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হালিম শেখ বলেন, এর আগেও আমি এই মাঝি সংঘের সভাপতি ছিলাম। সংগঠনের সদস্যদের কল্যাণে অনেক কাজ করেছি। তাই এবারের নির্বাচনেও ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিজয়ী হলে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করবো।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন ব্যাপারী বলেন, গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করেছি। প্রত্যেক সদস্যকে ঈদে সেমাই-চিনি ও কোরবানীর ঈদে মাংস দেওয়ার ব্যবস্থা করেছি। কারো বিপদ আপদের কথা শুনলে রাত হোক বা দিন হোক ছুটে গেছি। ঘাটের পারানি বৃদ্ধির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষসহ নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ছুটে তা বাস্তবায়ন করেছি। পুনরায় নির্বাচিত হলে আরো আন্তরিক হয়ে দায়িত্ব পালন করবো।

মোঃ হারেজ হাওলাদার বলেন, আমি যখন এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম তখন পারানি ছিলো জন প্রতি দুই টাকা। অনেক চেষ্টা করে তা আমি তিন টাকা করে যায়। ঘাটের শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করেছি। নির্বাচিত হতে পরলে কমিটির সকল কর্মকর্তাদের সাথে নিয়ে সদস্যদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।

 

পটুয়াখালী‌তে সুন্দরবন দিবস ২০২৪ উদযা‌পিত

সংবাদটি শেয়ার করুন

One response to “মাঝি সংঘের নির্বাচন ঘিরে পূর্ব রূপসায় ঈদ আনন্দ : কোমর বেধে মাঠ চষছে প্রার্থীরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।