রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে বাসে অগ্নি সংযোগের ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আরও ৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে অভিযান চালিয়ে সন্দিগ্ধ মোট ১৪ জন বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদুল্লাহ শেখের ছেলে মো. রাসেল শেখ (২৬), শিবনগর গ্রামের আ.খালেক শেখের ছেলে মো. হাবিবুর রহমান (২৭), ইসলামাবাদ গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মো. শরিয়ত কুদরতি (৫৭) ও তালবুনিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে মোঃ ওলিয়ার শেখ (৫৫)।
উল্লেখ্য, গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তদের নামে মামলা দায়ের হলেও এ পর্যন্ত বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন বৃদ্ধ রয়েছেন।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গাড়িতে অগ্নি সংযোগের মামলায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৪ জন সন্দিগ্ধ আসামী আটক করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
[…] […]