রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল উপজেলা প্রশাসন ও ব্রাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, ব্রাকের জেলা সমন্বয়কারী এস, এম ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার প্রমুখ।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইনি সহায়তা বিষয়ে, কিশোর কিশোরীদের পিতা-মাতাদের নিয়ে অভিভাবক সভা, কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা, ইউনিয়ন সমন্বয় কমিটির সভসহ সকল সভার কার্যবিবরণী তুলে ধরা হয়। আগামীতে রামপাল উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরো পড়ুন-
[…] শিরোনাম : রামপালে মদকসহ কারবারি আটক রামপালে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় স… রামপালে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ […]
Wow, incredible weblog format! How lengthy have you ever
been running a blog for? you make blogging glance easy.
The full glance of your website is fantastic, as well as the content!
You can see similar here sklep internetowy
Outstanding feature