রূপসা প্রতিনিধ : রূপসা, তেরখাদা , ও দিঘলিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী’র নিজস্ব অর্থায়নে শীত নিবারনের উদ্দেশ্যে ধারাবাহিক কম্বল বিতরণের অংশ হিসেবে ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। গত ৪ জানুয়ারি বেলা বারোটায় নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শত শত দুস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মুর্শেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম . আব্দুস সালাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,২ন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসাক সরদার,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক মোঃ মোতালেব হোসেন।
শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন প্রমুখ। এরপর এতিমখানার ছাত্রদের মাঝে খেলার সামগ্রী হিসেবে বল বিতরণ করা হয়।
Leave a Reply