রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামের বাবলাতলা নামক স্থানে কয়লার চুল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভস্মীভুত হয়েছে ১৫টি চুল্লি।
১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এই আগুনের সূত্রপাত ঘটে। ১ ঘন্টা ধরে এই আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দু’টি গাড়ি নিয়ে ঘটনা স্থলে আসে। কিন্তু এলাকাবাসীরা নিরন্তর চেষ্টা চালিয়ে আগুনের নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মহল এই এলাকায় দূর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর ব্যবসায়া করে আসছিলো। এতে এলাকাবাসী পরিবেশ দুষনের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলো উদাসিন। প্রত্যক্ষদর্শীদের কেউ জানেনা কিভাবে লেগেছে।
তবে ধারণা করা হচ্ছে কয়লা পোড়ানো চুলার থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই আগুনে তারা এখন অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
[…] […]