রূপসা প্রতিনিধি : রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সন্নিকটে আবারো ট্রলি চাপায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক গ্রিল ব্যবসায়ী নিহত হয়েছে।
২১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা ভাসান মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ২১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল যোগে গ্রীল ব্যবসায়ী সাইফুল ইসলাম নৈহাটি থেকে রূপসার দিকে যাচ্ছিল ।
তিনি স্কুলের সন্নিকটে আসলে বিপরীত দিক থেকে আসা যন্ত্রদানব অবৈধ ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয় । এ সময় সাইফুল ইসলাম রাস্তায় পড়ে যান এবং ট্রলির চাপায় মারাত্মক যখন প্রাপ্ত হন ।
এলাকাবাসী তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে গেছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ শওকাত কবির জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং ড্রাইভারকে আটকের প্রক্রিয়া অব্যাহত আছে।
মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।
[…] […]