রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের পপুলার জুট মিলসের পাট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানায় গত ১০ নভেম্বর বিকাল ৫.৩০ মিনিটের দিকে আকষ্মিকভাবে উক্ত গুদামে আগুন লাগে।
মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৬ টি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে খুলনা,রূপসা,তেরখাদা থেকে দশটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইচগাতী ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান খান জানান ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে জুট মিলের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা বলছেন প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরো পড়ুন-
[…] রূপসার পাট গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক… […]