নিজস্ব প্রতিবেদক : পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ’র (রেজি নং-২৬৮) পুণঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তিনজন প্রার্থীর পক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজা মাহমুদের ছেলে ফয়সাল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন রেজা মাহমুদ, শাহিনা আক্তার টুনটুনি, রোকন হাওলাদার, সেলিম বেপারি প্রমুখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফলাফল ঘোষণায় কালবিলম্ব হওয়ায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুণঃনির্বাচনের দাবি করেন। সদ্য নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দী প্রার্থী রোজা মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, সুষ্ঠভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি।
পুণরায় নির্বাচন দেওয়া হোক। সাংগঠনিক সম্পাদক প্রার্থী রোকন হাওলাদার বলেন, আমার পদের ফলাফল ঘোষণার সময় হঠাৎ মাইকে প্রচার বন্ধ করে দেয়া হয়। যা নির্বাচনে ফলাফল ঘোষণায় অনিয়মের শামিল।
সাধারণ সম্পাদক প্রার্থী হারেজ হাওলাদারের ভাতিজি ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী রোকন হাওলাদারের বোন শাহিনা আক্তার টুনটুনি বলেন, বহিরাগতদের দিয়ে ভোট গণনা করে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। এ নির্বাচন আমরা মানি না।
[…] […]