নিজস্ব প্রতিবেদক : রূপসায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ অক্টোবর সকালে উপজেলার খাজাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ছেলে কলেজ শিক্ষক ওয়াহিদুজ্জামান থানায় জিডি করেছে। যার জিডি নং ১০৮৯।
জিডিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের মৃত মুন্সি আফতাব উদ্দীনের ছেলে মুন্সি আবু তাহের ও মুন্সি নাইম উদ্দীনের সাথে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ আবু মূসার সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।
এদিকে ২১ অক্টোবর সকাল ১০ টার দিকে শিক্ষক আবু মুসা তার বাড়ির দক্ষিণ সীমানার ঘেরা-বেড়া দিতে গেলে উক্ত আবু তাহের ও নাইম তাকে অশ্লিলভাষায় গালিগালাজ ও মারপিট করে। এসম আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে তারা চলে যায়।
Leave a Reply